Email: info@asthaproperties.com

About us

বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আমাদের যৌথ উদ্যোগে গড়া প্রতিষ্ঠান আস্থা প্রপার্টিজের শুরু ২০১৬ সাল থেকে। দীর্ঘ এই পথচলার সাথে আপনাদের সহযোগিতা ছিল নিবিড়ভাবে।আমাদের প্রত্যাশা আপনাদের এই পাশে থাকা আমাদেরকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন আমাদের, সেটা আপনাদের মাধ্যমেই সম্ভব, তাই বর্তমানের মত ভবিষ্যতেও সততা ও স্বচ্ছতার সাথে আমাদের কাজ এগিয়ে নিতে চাই। সেই সঙ্গে সবার কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই আস্থা প্রপার্টিজকে। তাই আপনাদের দোয়া প্রার্থনা করছি একান্তভাবেই।

বর্তমানে আস্থা প্রোপার্টিজের অধীনে আমাদের ছয়টা প্রকল্প চলমান।এরই মধ্যে মাস্টার পাড়ার প্রজেক্টটি লটারির মাধ্যমে সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ফায়দাবাদ প্রকল্পের বেজমেন্ট শেষে ছাদের কাজ শুরু হয়েছে। চানপাড়া প্রকল্পে রাজউকের অনুমোদন সম্পন্ন হয়েছে, যেকোনো সময় পাইলিংয়ের কাজ শুরু হবে।অন্য প্রকল্প গুলোর কাজও এগিয়ে নেয়া হচ্ছে।

আমাদের আস্থা প্রপার্টিজের মূল পরিকল্পনায় জনাব (ছবি)

মোহাম্মদ কামরুজ্জামান ফিরোজ। উনি একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।স্বাভাবিকভাবেই ওনার ব্যস্ততাও অনেক বেশি।যে কারণে আস্থা প্রোপার্টিজের অনেক কিছুই তিনি সরাসরি তত্ত্বাবধান করতে পারছেন না। বর্তমানে আস্থা প্রপার্টিজের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।

(ছবি) জনাব রেদওয়ান বারী রুবেল, তিনি দীর্ঘদিন বিভিন্ন ব্যবসার পাশাপাশি আবাসন ব্যবসার সাথে জড়িত ছিলেন। তিনি সৎ এবং নিষ্ঠার সাথে বিভিন্ন প্রজেক্টের কাজ পরিচালনা করেন। উনি সফলভাবে দুটি প্রজেক্ট সদস্যদের হাতে হস্তান্তর করতে পেরেছেন।

আস্থা প্রপার্টিজে বর্তমানে ব্যবস্থাপনা পরিচালকের( এমডি) দায়িত্বে রয়েছেন মিসেস মারজাহান মুন্নী।

(ছবি) উনি মূলত প্রতিষ্ঠানের হিসাব বিষয়ক কাজগুলো দেখাশোনা করে থাকেন।

আস্থা প্রপার্টিজের প্রধান নির্বাহী কর্মকর্তার( সিইও) দায়িত্বে রয়েছেন মিসেস আমেনা আক্তার।

Matching Buyer

One morning, when Gregor Samsa woke from dreams, he transformed…

See More
Market Appraisals

The bedding was hardly able to cover it and seemed ready to slide off…

See More
Property Management

He lay on his armour-like back, and if he lifted his head a little see…

See More
Sale & Purches Property

Aliquam vitae sem id sem efficitur interdum. Phasellus ut nulla see…

See More