আমাদের যৌথ উদ্যোগে গড়া প্রতিষ্ঠান আস্থা প্রপার্টিজের শুরু ২০১৬ সাল থেকে। দীর্ঘ এই পথচলার সাথে আপনাদের সহযোগিতা ছিল নিবিড়ভাবে।আমাদের প্রত্যাশা আপনাদের এই পাশে থাকা আমাদেরকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন আমাদের, সেটা আপনাদের মাধ্যমেই সম্ভব, তাই বর্তমানের মত ভবিষ্যতেও সততা ও স্বচ্ছতার সাথে আমাদের কাজ এগিয়ে নিতে চাই। সেই সঙ্গে সবার কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই আস্থা প্রপার্টিজকে। তাই আপনাদের দোয়া প্রার্থনা করছি একান্তভাবেই।
বর্তমানে আস্থা প্রোপার্টিজের অধীনে আমাদের ছয়টা প্রকল্প চলমান।এরই মধ্যে মাস্টার পাড়ার প্রজেক্টটি লটারির মাধ্যমে সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ফায়দাবাদ প্রকল্পের বেজমেন্ট শেষে ছাদের কাজ শুরু হয়েছে। চানপাড়া প্রকল্পে রাজউকের অনুমোদন সম্পন্ন হয়েছে, যেকোনো সময় পাইলিংয়ের কাজ শুরু হবে।অন্য প্রকল্প গুলোর কাজও এগিয়ে নেয়া হচ্ছে।